প্রতিনিধি মোঃ মাজেদুর রহমান-
ভয়াবহ এ অগ্নিকান্ডে কেউ আহত ও নিহত হয়নি, তবে বসত ঘরে থাকা ৩টি খাট, ২টি বেড ও ২০ হাজার টাকা এবং সকাল প্রকার মাল পত্র সহ ঘরটি একেবারে পুড়ে ছাই হয়ে মাটির সাথে মিশে গেছে।
নবী নগর এর স্থায়ী বাসিন্দাদের সূত্রমতে জানা যায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন।
আগুনের সুত্রপাত:- বিদ্যুৎ এর মিটার বার্স্ট হয়ে ঘরে আগুন লাগে, সেই মিটার থেকে পুরো ঘরে আগুন ধরে যায়।
আগুন লাগার পরে তাৎক্ষণিক ওই পরিবারের গৃহিণী চিৎকার করে উঠে, পরে নবী নগর এলাকার বাসিন্দারা চিৎকার শুনতে পেয়ে ছুটে যান।
প্রায় ১ ঘন্টার অধিক স্থানীয় বাসিন্দারা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
মোঃ মাজেদুর রহমান
প্রতিনিধি (তিলোত্তমা হাতিয়া)
১নং হরণী, বয়ারচর, হাতিয়া, নোয়াখালী।
তিলোত্তমা হাতিয়া / Tilottoma Hatiya
![]() |
ছবিঃ মোঃ মাজেদুর রহমান প্রতিনিধি (তিলোত্তমা হাতিয়া)
১নং হরণী, বয়ারচর, হাতিয়া, নোয়াখালী।
|
নোয়াখালী জেলার, হাতিয়া উপজেলার, ১নং হরণী ইউনিয়নের, নবী নগর গ্রামের বাসিন্দা সালাউদ্দিন, ওরফে হাতিয়া বাজারের জিলাপি ব্যবসায়ী সালাউদ্দিন এর বসত ঘরে আজ রাত ৮.৩০ মিনিটের সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ড।
ভয়াবহ এ অগ্নিকান্ডে কেউ আহত ও নিহত হয়নি, তবে বসত ঘরে থাকা ৩টি খাট, ২টি বেড ও ২০ হাজার টাকা এবং সকাল প্রকার মাল পত্র সহ ঘরটি একেবারে পুড়ে ছাই হয়ে মাটির সাথে মিশে গেছে।
নবী নগর এর স্থায়ী বাসিন্দাদের সূত্রমতে জানা যায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন।
আগুনের সুত্রপাত:- বিদ্যুৎ এর মিটার বার্স্ট হয়ে ঘরে আগুন লাগে, সেই মিটার থেকে পুরো ঘরে আগুন ধরে যায়।
আগুন লাগার পরে তাৎক্ষণিক ওই পরিবারের গৃহিণী চিৎকার করে উঠে, পরে নবী নগর এলাকার বাসিন্দারা চিৎকার শুনতে পেয়ে ছুটে যান।
প্রায় ১ ঘন্টার অধিক স্থানীয় বাসিন্দারা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
মোঃ মাজেদুর রহমান
প্রতিনিধি (তিলোত্তমা হাতিয়া)
১নং হরণী, বয়ারচর, হাতিয়া, নোয়াখালী।
তিলোত্তমা হাতিয়া / Tilottoma Hatiya
অসংখ্য ধন্যবাদ আমার নিউজ টা প্রকাশ করার জন্য
উত্তর দিনমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন